চাঁদপুরে করোনা উপসর্গে এবার মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দাফনে অংশগ্রহণকারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
করোনার উপসর্গে মারা গেছেন শাহরাস্তি উপজেলায় মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু। করোনার উপসর্গ দেখা দেয়ায় মঙ্গলবার তিনি স্থানীয় হাসপাতালে নমুনা দেন। পরে রাত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। ১০ জুন বুধবার তাকে দাফন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের মেম্বার আবু ইউসুফ জানান, চেয়ারম্যান সাহেবের জ্বর ছিল। পরে বাড়িতেই স্টোক করার পর কুমিল্লা নেয়ার পথে তিনি মারা যান। দুপুর ১২টার দিকে উপজেলার বোলদিঘী গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় ৯ জুন মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি আমাদেরকে না জানিয়ে দাফন সম্পন্ন করে।

তিনি বলেন, মৃত্যুর পর তার বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া যারা দাফন কাজে অংশ নিয়েছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)