চাঁদপুরে করোনা শনাক্তের হার রেকর্ড ৩.৪০% : নতুন আক্রান্ত ৮

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৩৫টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩.৪০%। এটি চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের সর্বনিম্ন হার। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, হাজীগঞ্জের ১জন, মতলব উত্তরের ১জন, কচুয়ার ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ১৯জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ৩জন, মতলব উত্তরের ২জন ও হাজীগঞ্জের ৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭৭৭জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৪৩৩জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০২জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২১জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)