চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থান : অনুদান ও সহজ শর্তে ঋণের দাবি

শাওন পাটওয়ারী :
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা মানবিক দিক বিবেচনায় করোনাকালে কিন্ডারগার্টেন শিক্ষকদের সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন।

সংগঠনের জেলা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বাছেত, সাধারণ সম্পাদক জায়েদুর রহমান জহির, স্থায়ী কমিটির সদস্য শেখ মোঃ হারুনুর রশিদ, সাবেক সভাপতি গোলাম হোসেন টিটো, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি একেএম ফজলুল হক সেলিম, সদস্য সোহরাব হোসেন, হাইমচর উপজেলার সদস্য হাফেজুর রহমান, হাবিবুর রহমান, হাজিগঞ্জ উপজেলার সহ-সভাপতি আবুল ফারাহ মজুমদার, সদস্য মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ওয়াইডব্লিউসির প্রধান শিক্ষক কবিতা সাহা, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা বেগম, নবারুন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ ইতু চক্রবর্তী, হক ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা সদস্য ইসমাঈল হোসেন রুবেল প্রমুখ।

শতাধিক স্কুলের প্রধান ও দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি জানিয়ে বলেন, অবহেলিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রতি মানবিক সাহায্য হিসেবে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করুন। মানবেতর জীবন যাপনে ক্লান্ত শিক্ষক সমাজের প্রতি সহযোগিতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার ৩০% অবদান রাখা এ গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে।

বক্তারা চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ মাহমুদ জামান, পৌর মেয়র নাছির উদ্দিন ভূঁইয়া, শাহরাস্তি ও হাইমচর উপজেলা ইউএনও-কে ধন্যবাদ জানান। আগামী দিনে সরকারের পক্ষ থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোর পাশে দাঁড়াতে চাঁদপুরের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি আহবান জানান তারা। শিক্ষকদের বক্তব্যে আবেগ তাড়িত হয়ে অনেক শিক্ষককে কান্নায় ভেংগে পড়তে দেখা যায়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)