চাঁদপুরে দ্বিতীয় ধাপে এসেছে করোনার টিকা

শরীফুল ইসলাম :
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে দ্বিতীয় ধাপে করোনার টিকা এসে পৌঁছেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় টিকার বাক্স গ্রহণ করেন জেলা সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লা। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লা জানান, বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজারভ্যান কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে এই জেলার জন্য দ্বিতীয় ধাপে ৩ হাজার ৯০০ ভায়াল এসে পৌঁছে। যাতে ৩৯ হাজার ব্যক্তির জন্য টিকা রয়েছে। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের বিশেষ ফ্রিজে সংরক্ষণ করা হয়।

উল্লেখ, গত ৩১ জানুয়ারি চাঁদপুরে প্রথম ধাপের টিকাভর্তি ৬টি বাক্স দেওয়া হয়। যাতে ৭২ হাজার ব্যক্তির জন্য টিকা ছিল মূলত এই ৫ জেলার জন্য মোট ৪৮টি বাক্স ছিল। তার মধ্যে ৬টি বাক্স দেওয়া হয় প্রথম ধাপে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)