চাঁদপুরে বজ্রপাতে বৃদ্ধ ও শিশুসহ একই পরিবারের ৪জন আহত

কবির হোসেন মিজি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বজ্রপাতে বৃদ্ধ ও শিশুসহ একই পরিবারের ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার সুবিদপুর ইউনিয়নের মধ্যম বাশারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই বাড়ির মৃত সুলতান আহমেদের পুত্র নেছার আহমেদ (৬০), রজ্জা ঢালীর স্ত্রী রেজিয়া বেগম (৫৫) জাহাঙ্গীর আহমেদের স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার কন্যা সন্তান ফারজানা (১৩)।

আহতদের মধ্যে নেছার আহমেদ ও রেজিয়া বেগম বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে গেছেন।

আহত নেছার আহমেদের পুত্র জাহাঙ্গীর আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি নামলে ওই সময় হঠাৎ বিকট শব্দে একটি বজ্রপাত তাদের বাড়ির পার্শ্ববর্তী স্থানে পড়ে। বজ্রপাতের সময় তাদের ঘরে থাকা বৈদ্যুতিক মিটার ও লাইট এবং সুইচ বিস্ফোরিত হয়ে তাদের গায়ে পড়ে। এতে নেছার আহমেদ ও রিজিয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে তারা দুইজন গুরুতর আহত হয়ে পড়েন। একই সাথে তার স্ত্রী পারভীন বেগম ও কন্যা ফারজানা আক্তার বজ্রপাতের বিকট শব্দে কিছুটা আহত হন। তারা ৪জন আহত হওয়ার পর তারা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)