চাঁদপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরে আগুন লেগে বেলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই সময় পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর এলাকার হামিদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ির জান্নাত আক্তার বলেন, রাতের কোন সময় দাউ দাউ করা আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভিতরে থাকা বৃদ্ধা বেবি বেগমকে বাঁচাতে পারেনি বাড়ির লোকজন। স্থানীয়রা জানান, ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগতে পারে। বেলি বেগম ঘরের বিতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বেলি বেগমের ছোট বোন মনি বেগম বলেন, আমার বোন বেলি বেগম ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। ওনার স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন।

আগুন লাগার খবর পেয়ে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়ে আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমিসহ ৫জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে এনেছি। তবে আগুল লাগার কারণটি এখনো বলা যাচ্ছে না।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছি।

শেয়ার করুন

মন্তব্য করুন