চাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ করে বরপক্ষকে অর্থদন্ড!

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন রশিদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন যৌথ অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না বলে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয় এবং ছেলেপক্ষকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের সদস্যবৃন্দ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)