চাঁদপুরে বুধবার ১৫৩জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ২৮.১৭%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরো ১৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫৪৩টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২৮.১৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে করোনায় মারা গেছেন ৫জন।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৪জন, হাজীগঞ্জের ২৯জন, ফরিদগঞ্জের ১৪জন, মতলব দক্ষিণের ১৯জন, হাইমচরের ১জন, মতলব উত্তরের ৬জন, কচুয়ার ১৬জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন।

একই দিনে ২৯২জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৭জন, ফরিদগঞ্জের ৪০জন, হাজীগঞ্জের ৩৮জন, মতলব দক্ষিণের ২জন, কচুয়ার ১জন, মতলব উত্তরের ৪০জন, শাহরাস্তির ৫৫জন ও হাইমচরের ৩৯জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭৭০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৯২৬২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২৯৯জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৯৩জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন