চাঁদপুরে মঙ্গলবার ১৭৪জনের করোনা পজেটিভ : ৫জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে আরো ১৭৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৫৫৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩১.১২%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। একই দিনে করোনায় মারা গেছেন ৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২জন, কচুয়ার ১জন, মতলব দক্ষিণের ১জন ও হাইমচরের ১জন মারা যান।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯২জন, হাজীগঞ্জের ২৭জন, ফরিদগঞ্জের ১২জন, মতলব দক্ষিণের ২৪জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ১০জন রয়েছেন।

একই দিনে ৪৯৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৪জন, ফরিদগঞ্জের ৫৩জন, হাজীগঞ্জের ৪০জন, মতলব দক্ষিণের ৪৫জন, কচুয়ার ৪৮জন, মতলব উত্তরের ৩৫জন, শাহরাস্তির ৫১জন ও হাইমচরের ২২জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬১৭জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৯৭০জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪৪৩জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০০জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)