চাঁদপুরে রোববার ৪৪জনের করোনা শনাক্ত : সদর উপজেলায়’ই অর্ধেক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে রোববার আরো ৪৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২২জন, মতলব দক্ষিণের ৭জন, ফরিদগঞ্জের ৬জন, মতলব উত্তরের ৫জন, শাহরাস্তির ২জন, হাইমচরের ১জন ও কচুয়ার ১জন রয়েছে। একই দিনে আরো ১০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬জন, হাজীগঞ্জের ২জন, শাহরাস্তির ১জন ও কচুয়ার ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩২৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ২৮৫৫জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৮১জন। এর মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার (৪ এপ্রিল) দিনভর সারা জেলায় ১৮১জনের নমুনা সংগ্রহ করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪৪জন করোনায় আক্রান্ত, বাকী ১৩৭জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৩২৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫১৫জন, ফরিদগঞ্জে ৩৫৫জন, মতলব দক্ষিণে ৩৩৩জন, হাজীগঞ্জে ২৮৯জন, শাহরাস্তিতে ২৮৭জন, মতলব উত্তরে ২৪৬জন, হাইমচরে ১৮৮জন ও কচুয়ায় ১১৬জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)