চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৮১টি গাড়ি জব্দ

কবির হোসেন মিজি :
চাঁদপুরে লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় ৮১টি গাড়ি জব্দ করেছে জেলা ট্রাফিক বিভাগ। বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে এসব গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িগুলো চাঁদপুর স্টেডিয়াম মাঠে দীর্ঘ লাইনে রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, লকডাউনে সাধারণ যাত্রী বহন করায় ৬৪টি ইজিবাইক ও ৭টি সিএনজি জব্দ করা হয়। এছাড়া লকডাউন অমান্য করায় ৬টি ট্রাক, ৩টি মােটরবাইক ও ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে দুই দিনে মােট ৮১টি গাড়ি জব্দ করে ট্রাফিক পুলিশ।

চাঁদপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মাে. জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার লকডাউনের প্রথম দিন ভাের থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শহরের বাবুরহাট, ওয়ারলেছ মােড়, সার্কিট হাউজ, ইলিশ চত্বর, স্টেডিয়াম রােড থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ এসব গাড়ি জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত গাড়িগুলোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আপাতত লকডাউন পর্যন্ত এসব গাড়ি আটকে রাখা হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন