চাঁদপুরে শুক্রবার ১৪জনের করোনা পজেটিভ : সুস্থ ২৬৭জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৯৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৪.৮৯%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। এদিন করোনায় আক্রান্ত ১জনের মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন, মতলব দক্ষিণের ৩জন ও কচুয়ার ৯জন রয়েছেন।

একই দিনে ২৬৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭১জন, ফরিদগঞ্জের ৩১জন, হাজীগঞ্জের ৩০জন, মতলব দক্ষিণের ১জন, কচুয়ার ৪৩জন, শাহরাস্তির ১৩জন, মতলব উত্তরের ৫৩জন ও হাইমচরের ২৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৩০০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৮জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৩১৪২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৩০জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৩জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)