চাঁদপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার মামলায় আল মামুন মোহনের ফাঁসি

শরীফুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী আল মামুন মোহনকে মৃত্যুদন্ডের (ফাঁসি) আদেশ দিয়েছে আদালত।

রোববার (২৬ নভেম্বর ) দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম। আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের তৃতীয়তলার বসত বিল্ডিংয়ের নিচতলায় সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন মোহন।

মামলায় ২৮জন স্বাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এডিশনাল পিপি অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, এপিপি অ্যাড. দেবাশীষ কর মধু ও অ্যাড. জসিমউদদীন (২)। আসামি পক্ষে ছিলেন অ্যাড. সেলিম আকবর, অ্যাড. সফিকুল ইসলাম ভুঁইয়া।

শেয়ার করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)