চাঁদপুরে ২জনের করোনা শনাক্ত : সুস্থ ৮জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে সোমবার আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ৮জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জের ৪জন, কচুয়ার ২জন ও শাহরাস্তির ২জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৫২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৭জন। সুস্থ হয়েছেন ২৬০৬জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার (২৫ জানুয়ারি) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি করোনা পজেটিভ। বাকী ৪৩টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৯৫জন, ফরিদগঞ্জে ৩০৪জন, মতলব দক্ষিণে ২৯৭জন, শাহরাস্তিতে ২৫২জন, হাজীগঞ্জে ২৩১জন, মতলব উত্তরে ২০৬জন, হাইমচরে ১৭২জন ও কচুয়ায় ৯৫জন।

করোনায় জেলায় মোট ৮৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৭জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন