চাঁদপুরে ২০ একর জমি নিয়ে নতুন গ্রামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ডিআরআর বাজার সংলগ্ন মধ্যচরে ২০ একর জমির উপর নদী ভাঙন কবলিত ভিটে মাটি হারা প্রায় ২শ’ পরিবারের জন্য মালের কান্দি নামক নতুন গ্রামের উদ্বোধন করা হয়েছে।

মালেরর হাট যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে নির্মিত গ্রামের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, চরকুল আর দেশকুল নামে আলোচনা ছিল। আমাদের অনেক প্রচেষ্টার পরে এ প্রথাটা বিলুপ্তি হয়েছে। এখন আর উপজেলায় দেশকুল-চরকুল নামে কোন প্রথা নেই। এখন আমরা সবাই একই মানুষ, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই।

তিনি আরো বলেন, ডা. দীপু মনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের হাইমচরের উন্নয়ন নিয়ে ভেবে গেছেন। তার চিন্তা-ভাবনায় আজ হাইমচরের যেদিকে তাকাই সেদিকেই উন্নয়ন আর উন্নয়ন। এ চরাঞ্চলেও বিদ্যুৎ এসে পৌঁছেছে। চরাঞ্চলের মাঝে বিদ্যুৎ প্রদান করে প্রমাণ হয়েছে আওয়ামীলীগ কর্মীরা যা বলে তা বাস্তবায়ন করে। এ চরে অর্থনৈতিক অঞ্চল হলে আপনাদেরকে চাকুরি ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আপনার পরিবারের সদস্যদের চাকুরি হলে পরিবারে অভাব থাকবে না।

উপজেলা চেয়ারম্যান বলেন, এ গ্রামে অচিরেই ২টি গভীর নলকূপ স্থাপন করা হবে। আপনাদের বিশুদ্ধ পানি অভাব থাকবে না। এছাড়া এ কান্দিতে সরকারের উন্নয়নেন সকল সেবা পৌঁছিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, রফিক নিজ উদ্যোগে নদীভাংতি মানুষের থাকার চিন্তা করে যে নতুন গ্রামটি নির্মান করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। রফিক মাল চরাঞ্চলের মানুষজনের পাশে দাড়িয়েছেন, আমরাও সরকারের উন্নয়ন নিয়ে গ্রামবাসীর পাশে থাকবো। ডা. দীপু মনির নেতৃত্বে এ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরিত করবো।

বৃহস্পতিবার দুপুরে নতুন মালেরকান্দি গ্রামের প্রতিষ্ঠাতা ও মালের হাট যুবসংঘের নির্বাহী পরিচালক রফিক মালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফারুক মাঝির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজান মিয়া, নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, হাইমচর কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লাহ, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম।

বক্তব্য রাখেন মাল পরিবারের সদস্য সাইফুল ইসলাম সেলিম, ইউপি সদস্য হারুনুর রশিদদ মাল, আবুল হোসেন মাল, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ পেদা, গ্রামের পক্ষে হাবিব মাল, মজিব ঢালী, সেকান্তর মাল। আলোচনা সভাশেষে পরিবারের মাঝে প্লট বরাদ্দের কাগজ হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)