চাঁদপুরে ৩৫জনের করোনা পজেটিভ : শনাক্তের হার ১৩.৩৫%

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ৩৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৬২টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৩.৩৫%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে। এদিন করোনায় আক্রান্ত ১জনের মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৭জন, হাজীগঞ্জের ৫জন, ফরিদগঞ্জের ৩জন, শাহরাস্তির ৪জন, মতলব দক্ষিণের ৩জন ও কচুয়ার ৩জন রয়েছেন।

একই দিনে ৭৬জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৪জন, ফরিদগঞ্জের ৮জন, হাজীগঞ্জের ১৪জন, মতলব দক্ষিণের ৮জন, মতলব উত্তরের ১জন ও হাইমচরের ১জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪২৮৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৭জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১২৮৭৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১৮৪জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

 

শেয়ার করুন

মন্তব্য করুন