চাঁদপুরে স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে!

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত মতলব উত্তর-এর বিচারক মোঃ কফিল উদ্দিন। ২৬ আগস্ট বৃহস্পতিবার আসামীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার কলেজ সুজাতপুর গ্রামের দুলাল মিজির কন্যা মনি আক্তার মিতুর সাথে উত্তর গাজীপুর গ্রামের সিরাজ বাগের পুত্র নুর মোহাম্মদের সাথে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে দুই বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন মাধ্যমে স্ত্রী ও তার পরিবার বাদী নুর মোহাম্মদের কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। এ বিষয়ে নুর মোহাম্মদ গত ১৫/০৭/২১ তারিখে আমলী আদালত মতলব উত্তর, চাঁদপুর এর আদালতে এজাহার দাখিল করলে বিচারক মামলাটি আমলে নিয়ে (সিআর ১৮৯/২১) আসামী মনি আক্তার মিতুকে সমন জারি করেন। আসামী বৃহস্পতিবার আদালতে জামিন নিতে আসলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)