চাঁদপুর আরো ১৯জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২৫৫ : মৃত বেড়ে ২০

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরো ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাজীগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ৩জন, কচুয়ায় ২জন, মতলব দক্ষিণে ১জন রয়েছেন।

হাজীগঞ্জে নতুন শনাক্তকৃতদের মধ্যে একজন হলেন করোনার উপসর্গে মারা যাওয়া আবুল কাশেম (৫০)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০জন। অন্যদিকে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৫।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার ১২৩টি রিপোার্ট আসে। এর মধ্যে ১৯টি করোনা পজেটিভ। বাকী ১০৪টি নেগেটিভ।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯জন, ফরিদগঞ্জে ৪১জন, হাজীগঞ্জে ১৯জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব দক্ষিণে ১৩জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৫জন।

এছাড়া জেলায় মোট ১৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৩জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন চাঁদপুর প্রবাহকে জানান, চাঁদপুর সদর উপজেলায় নতুন করে আক্রান্ত ৫জন হলেন- আদালতপাড়া এলাকার ২ ভাই (বয়স ১৪ বছর ও ১৮ বছর)। তাদের বাবা-মা আগেই আক্রান্ত। এছাড়া ব্যাংক কলোনীর ১ ব্যক্তি (৪০), শাহমাহমুদপুরের ১জন মহিলা (৩৮) ও খলিশাডুলির ১জন যুবক (২৬)।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এক প্রেস নোটে জানান, বৃহস্পতিবার চাঁদপুর থেকে আরো ৫২টি নমুনা পাঠানো হয়েছে। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২১৪৫টি। রিপোর্ট এসেছে ১৮৮৯টি। রিপোর্ট অপেক্ষমান ২৫৬টি।

তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২৫৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৩জন। চিকিৎসাধীন আছেন ১৭২জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৪জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)