চাঁদপুর পৌরসভার ২১ পদের ভোটযুদ্ধে প্রার্থী ৬৭

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ অক্টোবর। নির্বাচনের আর মাত্র বাকী ৯ দিন। চাঁদপুর পৌরসভার মেয়র, ১৫টি ওয়ার্ডের ১৫জন সাধারণ কাউন্সিলর ও ৫জন মহিলা কাউন্সিলরসহ মোট ২১টি পদে ৬৭জন প্রার্থী এখন চূড়ান্ত ভোটযুদ্ধে। এসব প্রার্থী কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এবারের নির্বাচনে মেয়রের ১টি পদে প্রার্থী হয়েছেন ৩জন। ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৫০জন আর মহিলা কাউন্সিলরের ৫টি পদের বিপরীতে প্রার্থী ১৪জন। সব প্রার্থী এখন মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু পৌর নির্বাচন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩জন হলেন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)।

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৫০জন। ১নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মোহাম্মদ আলী মাঝি (উটপাখি), নূর মোহাম্মদ পাটোয়ারী (পাঞ্জাবী) ও মোহাম্মদ আসলাম তালুকদার (পানির বোতল)।

২নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মো. সিদ্দিকুর রহমান ঢালী (পাঞ্জাবী) মো. মালেক শেখ (উটপাখি) মো. সাইফুল ইসলাম (ডালিম)।

৩নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মো. লতিফ গাজী (পানির বোতল) মোঃ শহিদুল ইসলাম (উটপাখি) ও মোঃ শাহাদাত হোসেন (গাজর)।

৪নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২জন। তারা হলেন- আব্দুর রহমান মিয়াজী (পাঞ্জাবি) ও মামুনুর রহমান দোলন (টেবিল ল্যাম্প)।

৫নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪জন। তারা হলেন- মো. আলমগীর মিয়াজী (ডালিম), মো. ইব্রাহিম ঢালী (ঢেঁরশ), মেহেদী হাসান বাচ্চু হাজী (ব্রিজ), মো. সাইফুল ইসলাম (উটপাখি)।

৬নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মো. সোহেল রানা (উটপাখি), বি এম নজরুল (ডালিম), বিপ্লব চক্রবর্তী (পাঞ্জাবী)।

৭নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- আলী আহম্মদ সরকার (পাঞ্জাবি), মোহাম্মদ জিয়া প্রধানিয়া (ডালিম), মো. শফিকুল ইসলাম (উটপাখি)।

৮নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪জন। তারা হলেন- মো. আবুল কালাম আজাদ (ডালিম), মো. আলমগীর হোসেন (উটপাখি), মো. হেলাল হোসেন (ব্ল্যাকবোর্ড), হোসেন গাজী (পাঞ্জাবী)।

৯নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মো. চান মিয়া মাঝি (উটপাখি), মো. বিল্লাল হোসেন মাঝি (পাঞ্জাবী), মো. সেলিম মোল্লা (টেবিল ল্যাম্প)।

১০নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৬জন। তারা হলেন- খোকন মজুমদার (ব্ল্যাকবোর্ড) দেওয়ান মো. শাহজাহান (টেবিল ল্যাম্প), মো. আরিফুর রহমান (পাঞ্জাবী), মো. ইউনূছ শোয়েব (পানির বোতল), মো. ইউসুফ মিয়াজী (ডালিম), মো. গিয়াস উদ্দিন (উটপাখি)।

১১নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মো. ইকবাল হোসেন (পাঞ্জাবী), মো. জয়নাল আবেদীন বেপারী (পানির বোতল), মো. মাইনুল ইসলাম পাটওয়ারী (উটপাখি)।

১২নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২জন। তারা হলেন- মো. হাবিবুর রহমান (উটপাখি) ও শরীফ উদ্দিন আহমেদ (ডালিম)।

১৩নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৫জন। তারা হলেন- এবিএম আরিফ ইকবাল তালুকদার (ব্ল্যাকবোর্ড) গাজী মো. শাহজাহান (ডালিম), মোঃ আলমগীর গাজী (ফাইল কেবিনেট), মো. ফেরদৌস গাজী (পাঞ্জাবী), মো. শফিকুর রহমান পাটওয়ারী (পানির বোতল)।

১৪নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪জন। তারা হলেন- মো. খাইরুল ইসলাম নয়ন (পাঞ্জাবী), মো. মহসিন মজুমদার (ডালিম), মো. লোকমান মজুমদার (টেবিল ল্যাম্প), মো. হারুনুর রশীদ মজুমদার (উটপাখি)।

১৫নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২জন। তারা হলেন- আব্দুল মালেক বেপারী (ডালিম) ও মো. কবির হোসেন চৌধুরী (উটপাখি)।

চূড়ান্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪জন। ১, ২ ও ৩নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- ইসিতা বেগম (আনারস), ফারজানা আক্তার (জবা ফুল), ফেরদৌসী আক্তার (চশমা)।

৪, ৫ ও ৬নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২জন। তারা হলেন- খালেদা খানম (জবা ফুল) ও মোসাম্মৎ শাহনাজ আলমগীর (আনারস)।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪জন। তারা হলেন- আয়সা বেগম (টেলিফোন), মিসেস ফরিদা ইলিয়াস (চশমা), মোসাম্মৎ মনি বেগম (জবাফুল) ও শরীয়তুন্নেসা শিল্পী (আনারস)।

১০, ১১ ও ১২নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২জন। তারা হলেন- আয়েশা রহমান (আনারস) ও রেবেকা সুলতানা বকুল (চশমা)।

১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩জন। তারা হলেন- মোসাম্মৎ শাহিনা বেগম (জবাফুল), মোসাম্মৎ খাদিজা আক্তার (চশমা) ও শাহানারা বুলবুল হোসেন (আনারস)।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)