চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানী অপেক্ষমান

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানী সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুনানী হয়নি। রিটের সিরিয়াল দীর্ঘ হওয়ায় শুনানী হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে, মঙ্গলবার অথবা বুধবার শুনানী ও আদেশ হতে পারে।

চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে গত রোববার (১৩ সেপ্টেম্বর) রিট করেছেন পৌরসভার দুইজন নাগরিক। রিটকারী এই দুই নাগরিক হচ্ছেন বিটি রোড এলাকার বাসিন্দা মাহবুব আলম আখন্দ এবং পুরাণবাজারের বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ হাসিবুল হাসান।

রোববার হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসানের কোর্টে এই রিট পিটিশন করা হয়। তবে রিট আবেদন ও নির্বাচন কমিশনে জমা দেওয়া বিভিন্ন আবেদনের কাগজপত্রে ব্যাপক অসঙ্গতি ও জাল-জালিয়াতির করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চাঁদপুর নাগরিক কমিটি ও আওয়ামী লীগ প্রার্থীর পৌর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ জানানো হয়। নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)