চাঁদপুর লঞ্চঘাটে দেড় হাজার পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর মাদ্রাসার রোডস্থ লঞ্চঘাটে নৌ-থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫০৫ পিস ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে। শনিবার দুপুরে নৌ-থানার ইনচার্জ জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে রুবি আক্তার (২৫) ও তার মা নুরজাহান বেগম (৫৫)কে আটক করে।

নৌ-থানার ইনচার্জ জহির জানায়, চট্টগ্রাম থেকে ট্রেনযোগে ইয়াবার একটি চালান নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে দু’জন মহিলা লঞ্চঘাটে আসে। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লঞ্চঘাটে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগের ভিতর ১৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই মাদক সম্রাজ্ঞী দুজন কক্সবাজার জেলার কলাতলী এলাকার বাসিন্দা। তারা প্রায় সময় ইয়াবার চালান নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাচার করে থাকে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের হাতে আটক মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার জানায়, চট্টগ্রাম থেকে একটি ছেলে ব্যাগের ভিতর থাকা ইয়াবা চালানটি ঢাকায় নিয়ে পৌঁছে দেওয়ার জন্য বলে। গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই ব্যাগটি নিয়ে পৌঁছে দেওয়ার জন্য বলে।

এদিকে চাঁদপুর নৌ-থানা পুলিশ এই প্রথম ইয়াবার বড় চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে।a

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)