দুই বছর ধরে পানিতে ডুবে আছে ফেরি!

নিজস্ব প্রতিনিধি :
জেলা সড়ক ও জনপথ কর্তৃপক্ষের অবহেলার কারণে মতলব সেতুর নিচে দুই বছর ধরে পানিতে ডুবে আছে। সড়ক ও জনপদে ফেরি দেখলে মনে হয়, এ যেন দেখার কেউ নেই। এতে করে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি রাজস্ব।

গত দুই বছর আগে মতলব সেতুর উদ্বোধন করা হলেও অদ্য পর্যন্ত সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত ফেরিটি অযত্ন-অবহেলায় পারে আছে পানির নিচে।
সড়ক ও জনপদের কর্মকর্তা ও কর্মচারীরা প্রায় প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করলেও দেখেও না দেখার ভান করে নিরব ভূমিকা পালন করছে তারা।

এলাকার একাধিক ব্যক্তি বলেন, এতো দামী একটি ফেরি এভাবে অযত্নে পানির নিচে পরে থেকে নষ্ট হচ্ছে তাই সরকারের র্জাস্ব রক্ষায় যোগাযোগ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

এ বিষয়ে চাঁদপুর জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি যান্ত্রিক শাখার দায়িত্বে রয়েছে আমি তাদের চিঠি দিয়েছি ফেরিটি সরিয়ে নেওয়ার জন্য।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)