নেতা-কর্মীদের সাথে বিএনপির মেয়র প্রার্থী আক্তার মাঝির মতবিনিময়

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি চাঁদপুর পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

সোমবার সকালে যমুনা রোডস্থ শামছুল হক প্রধানিয়ার বাড়িতে ৭নং ওয়ার্ডে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বিকেলে ঘোষপাড়া সংলগ্ন মোহাম্মদ আলীর ভবনের ছাদে ৮নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বলেন, গত মার্চ মাসে চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। তখন আমেদের দলের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ছিলেন শফিকুর রহমান ভূঁইয়া। তাকে মনোনয়ন দেয়া হলে আমাদের মধ্যে যে দ্বিধা-দ্বদ্ব ছিল আমরা তা শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাই। শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে পুনরায় তফসিল ঘোষণা হলে দল থেকে আমাকে মেয়র পদে নির্বাচনের জন্য ঘোষণা দেয়া হয়।

তিনি বলেন, আগামী ১০অক্টোবর আমরা স্ব স্ব স্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ না হলে দল শক্তিশালী হবে না। আমাদের সকলের মার্কা হলো ধানের শীর্ষ। এ ধানের শীষ আমার নয়। এ ধানের শীষ আপনাদের সকলের। আপনারা সবাই ধানের শীর্ষের প্রার্থী। আমি ব্যক্তি আক্তার মাঝি না, আপনাদের আক্তার মাঝি। দ্বিধা-দ্বদ্ব ভুলে গিয়ে আগামী ১০ অক্টোবর ধানের শীষকে বিজয়ী করবেন। বিগত নির্বাচনে আমরা দেখেছি আক্রমণ হয়েছে।

তিনি আরো বলেন, এখন যদি আমাদের উপর আক্রমন করে তা প্রতিহত করতে হবে। আর আমরা তা ভোটের মাধ্যমে প্রতিহত করবো। আমাদের বিজয় মানে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার বিজয়। এ বিজয়ের মাধ্যমে আমরা পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে দিব একই সাথে শেখ ফরিদ আহম্মদ মানিকের হাতকে শক্তিশালী করবো।

৭নং ওয়ার্ডের সমন্বয় সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল হক প্রধানিয়ার সভাপতিত্বে ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক খোকন মিজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, শহর বিএনপির যুগ্ম সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়া।

আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ চোকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহির ইসলাম, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহলম চোকদার, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

এদিকে ৮নং ওয়ার্ডের সমন্নয় সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজির সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সসভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড নুরুল আমিন খান আকাশ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, অ্যাড. আব্দুলাহ হিল বাকিসহ আরো অনেকে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)