পৌর নির্বাচন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জি এম ইকবাল হোসেন।

এ সময় বক্তারা বলেন, আগামী ১০ই অক্টোবরের চাঁদপুর পৌর নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ১০ মিনিটও পেছানোর কোনো সুযোগ নেই। আপনারা এখানে যারা আছেন আগামী নির্বাচনে আপনাদের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। কারণ, পৌরসভার পাশেই আপনাদের বসবাস। এই পৌর এলাকায় আপনাদের অনেক পরিচিতজন ও আত্মীয়-স্বজন রয়েছে। আপনারা যদি কেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত।

সভায় বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামীম খান, সাধারণ সম্পাদক শফিক ঢালি, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল প্রধানীয়া, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার হোসেন পাটোয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিজি, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান গাজী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার রাঢ়ী, রাজরাজেশ্বর ইউয়িনয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বেপারী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)