প্রবাসে বাংলা টিভির সন্মাননা পেলেন নাট্যভিনেতা জাহাঙ্গীর আলম হৃদয়

বিশ্ব জুড়ে বাংলা টিভি- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) রাতে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির ৬ষ্ঠ বছরে পদার্পন উপলক্ষে রিয়াদ সৌদি আরব বাংলা টিভি দর্শক ফোরাম আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

২০২২ বাংলা টিভি দর্শক ফোরাম জরিপে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট তিনজনকে বিশেষ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটনের সাবলিল উপস্থাপনায় প্রবাসের মাটিতে দেশীয় নাটক, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়কে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অপরদিকে দেশ ও প্রবাসে শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম কে সন্মাননা দেয়া হয়। প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনকে সংবাদ কর্মী হিসাবে বিশেষ অবদান রাখায় বিশেষ সন্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব ডিএমসি গ্রুপের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, আল কাসিম বুরাইদা বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন জামালী, পল্লী টিভির চেয়ারম্যান কামরুজ্জামান কাজল, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি কবি মসি সিরাজ, সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশ, ডিএমসি গ্রুপের ডিরেক্টর আতিকুর রহমান শিকারী।

বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুভূতি প্রকাশ করেন নারী নেত্রী মিসেস জাহিদ, ব্যবসায়ী মাসুদ রানা রবিউল,, মোঃ স্বপন, মোহাম্মদ মাসুদ আলম প্রমুখ।

সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত প্রবাসী দর্শক মাতিয়ে রাখেন শিল্পী জামসেদ রানা, মিসেস পলাশ, মোঃ আপন, সোহেল মির্জা, নৃত্য পরিবেশন করেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য তন্নী জাহেদ।

সবশেষে বাংলাটিভির রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন ও প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের হাতে নাট্যভিনেতা মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা প্রবাসী ভাবনা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)