ফরিদগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ করেছেন।

উপজেলার মূলপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, বিধিবর্হিভূত নিয়োগ বোর্ড গঠন, পরিকল্পিতভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ আনেন প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও বালিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হুদা পাটওয়ারী।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, নিয়োগ পরীক্ষায় ১৩জন প্রার্থীর বিপরীতে ৯জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রথম ও নির্বাচিত প্রার্থী বুলবুল আহসান দু’জন প্রার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণ করান।

পরীক্ষা শুরুর ৮/১০ মিনিটের মধ্যে উক্ত দু’জন প্রার্থী হল ত্যাগ করেন। এই পরীক্ষায় প্রথম ও নির্বাচিত প্রার্থী পরীক্ষা চলাকালিন সময় স্মাট মোবাইল থেকে পূর্বে পাওয়া প্রশ্নের উত্তর হুবহু দেখে দেখে লিখেছেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সোমবার উক্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)