ফরিদগঞ্জ ও কচুয়ায় শতভাগ বিদ্যুতায়ন : অক্টোবরের মধ্যে পুরো জেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতায়নের উদ্বোধন করবেন আজ : চাঁদপুরে উপস্থিত থাকবেন মুহম্মদ শফিকুর রহমান এমপি

হাসান মাহমুদ :
চাঁদপুরের আরো ২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। উপজেলাগুলো হলো ফরিদগঞ্জ ও কচুয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য নতুন বিদ্যুতায়িত শতভাগ উপজেলার সাথে চাঁদপুরের ২টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করবেন। চাঁদপুরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এর আগে চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। জেলার মধ্যে একমাত্র মতলব উত্তর উপজেলা এখনো শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসেনি। সেখানকার মূল ভূখন্ড ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলে নদীর পশ্চিম পাশের ২টি ইউনিয়নে বিদ্যুতায়নের কাজ এখনো চলমান। আগামী অক্টোবরের মধ্যে সেখানকার কাজ শেষ হলে পুরো জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে করবেন। চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতেৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ যোগদান করবেন।

(লিড নিউজের শেষ দিকে নিচের অংশ যুক্ত হবে)
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুরের ২টিসহ দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২টি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ৬টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। এই ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎসুবিধা ভোগ করবেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)