ফরিদগঞ্জ পৌর এলাকায় আগাম নির্বাচনী আমেজ

আমান উল্যা আমান :
পৌরসভা নির্বাচনের আরো কয়েক মাস বাকী থাকলেও চাঁদপুর জেলার মধ্যে সবার আগে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ফরিদগঞ্জে পৌর এলাকায় এখন’ই নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। চাঁদপুর প্রবাহসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সহসা চাঁদপুরের ৫টি পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনার খবর প্রকাশিত হওয়ার পর নড়ে-চড়ে বসেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

জনগণের আস্থা অর্জন ও দলীয় মনোনয়ন নিশ্চিত করতে সর্বাধিক সংখ্যক সম্ভাব্য মেয়র প্রার্থী এখন ফরিদগঞ্জের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। এর সাথে আছেন বিপুল সংখ্যক কাউন্সিলর প্রার্থী। বর্তমান এমপি, সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের আস্থাভাজন হওয়ার পরিচয় দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও প্রস্তুতি চলছে জোরেসোরে। বসে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল ইসলাম সউদ, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, বর্তমান প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধার সন্তান খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আকবর হােসেন মনির, পৌর যুবলীগের আহ্বায়ক পাভেল আহমেদ, সাহাব উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুবুল বাশার কাল কালু পাটোয়ারীর বড় ছেলে মাকসুদুল বাসার বাঁধন।

অন্যদিকে বিরোধী দল বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হােসেন, গত নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারন-অর-রশিদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেনের ছোট ভাই পৌর যুবদলের নেতা ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক যুবনেতা নাজিমুর রহমান নাজিম প্রমুখ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় সম্ভাবনা রয়েছেন সাবেক পৌর প্রশাসক ১৩নং ইউপির চেয়ারম্যান সমাজসেবক আলহাজ্ব শফিকুল ইসলাম পাটোয়ারী ও পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থীরা ছাড়া ইতিমধ্যে বাকী দুই দলের হেভিওয়েট প্রার্থীরা দলীয় প্রতীক পাওয়ার জন্য কেন্দ্রে জোর তদবির ও লবিং চালাচ্ছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)