মতলব সেতুতে ফাটল

নিজস্ব প্রতিনিধি :
মতলব সেতুর একাংশে ফাটল দেখা দিয়েছে। শনিবার বিকেলে ব্রিজে বিশেষ টহলে গিয়ে এ ফাটলের চিত্র দেখতে পান মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

তিনি জানান, জনগুরুত্বপূর্ণ মতলব সেতুর মূল অংশের সংযোগস্থলে ২ ইঞ্চি ফাটল দেখা যাচ্ছে। বিশেষ করে মূল জয়েন্ট থেকে জোড়া ফাক হয়ে গেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের জরুরি দৃষ্টি দেওয়া প্রয়োজন।

প্রতিদিনই এই সেতুটি দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে। আর মতলব উত্তর ও মতলব দক্ষিণের সেতুবন্ধন হচ্ছে মতলব সেতু। পথচারী ও যানবাহন চালকদের মাঝে আতংক বিরাজ করছে।

পথচারীরা জানান, ফাটল অংশে দ্রুত মেরামত করা প্রয়োজন। সম্প্রতি এই সেতুর এপ্রোচ সড়কেও ফাটল দেখা গিয়েছিল। তাৎক্ষণিক সড়ক ও জনপথ বিভাগ তা মেরামত করেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)