মতলব সেতুর এপ্রোচ সড়কে বিশাল গর্ত : দুর্ঘটনার আশংকা

নিজস্ব প্রতিনিধি :
জনগুরুত্বপূর্ণ মতলব সেতু। আর মতলব সেতুর এপ্রোচ সড়কের দক্ষিণে বিশাল গর্ত। সাটানো হয়েছে লাল নিশান। কারো নজরে পড়ছে না। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ মতলব সেতুর উপর টহল দিতে যাওয়ার পথে এপ্রোচ সড়কে বিশাল গর্ত দেখে নিজেই গাড়ী থেকে নেমে লাল নিশান সাটিয়ে দিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে তিনি নিজেই গর্তের পাশে দাঁড়িয়ে লাল নিশান সাটিয়ে দেন।

জনগুরুত্বপূর্ণ মতলব সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন চলাচল করছে। সম্প্রতিও এ গর্তটি সড়ক ও জনপথ বিভাগ মেরামত করলেও আবারো পুনরায় গর্তের সৃষ্টি হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, মতলব সেতুতে পুলিশি টহল দিতে গিয়ে এই গর্তটি নজরে পরলে তাৎক্ষণিক আমি সতর্কতার জন্য লাল নিশান সাটিয়ে দেই। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)