মানবতার ডাকে মানব সেবায় স্বপ্নতরু

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সামাজিক সংগঠন স্বপ্নতরু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মানবতার কল্যাণে স্বপ্নতরু সামাজিক সংগঠন জনসচেতনতা মাইকিং ও সংক্রমণরোধী স্প্রে ছিটানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় নানা উপকরণ বিতরণ করছে স্বেচ্ছাসেবী এ সংগঠন।

রোববার বিকেলে শহরের বিভিন্ন স্থানে খেটে খাওয়া নির্মাণ শ্রমিক, রিক্সাচালক, হকার, সিএনজি স্কুটার চালক, অটোবাইক চালকসহ বিভিন্ন পেশার শ্রমিকরদের হাতে চাল, ডাল, পেয়াজ, তেল, লবন, আলু বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলছেন, সমাজের অসহায় মানুষদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। এছাড়া অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ শুরু হয়েছে। আমরা জনসচেতনতায় শহরের লিফলেট বিতরণ করেছি। সমাজের সকলকে সামাজিক কাজে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম, সভাপতি জাহিদুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি কে.এম মোরশেদ, নাছরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিদ্দিক সরকার, নারী সম্পাদিকা
পিংকি ভূইয়া, সদস্য রায়হান পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)