মেঘনায় স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ১

শরীফুল ইসলাম :
চাঁদপুরের মেঘনা নদীতে দু’টি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে ১জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো ১জন। নিহত যুবকের নাম আল-আমিন (২২)। সে চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাদশা দেওয়ানের ছেলে। নিখোঁজ রয়েছে একই এলাকার মৃত খালেক হাওলাদের ছেলে আলামিন (২৮)। শনিবার বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আলামিনের (২৮) খোঁজ নেই।

চাঁদপুর নৌ-থানার ওসি জাহিদ হোসেন বলেন, শুক্রবার রাতে মেঘনা নদীর কাচিকাটা এলাকায় আল-আমিনের (২২) লাশ পাওয়া গেল ও আরেকজন এখনো নিখোঁজ। ঘটনাস্থল থেকে নিহত আল-আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্যে থানায় পাঠিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, শরীয়তপুরের কাচিঘাটায় নৌ-সীমানায় দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, অপরজন নিখোঁজ হয়েছে। নিহত ও নিখোঁজ দু’জন আমার ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাসিন্দা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, বিষয়টি আমরা জেনেছি। ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আর নিখোঁজ আরেকজনকে উদ্ধারে কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)