শাহরাস্তিতে করোনায় আক্রান্তের ৯০ ভাগ সুস্থ

ফয়েজ আহমেদ :
শাহরাস্তিতে করোনা পরিস্থিতিতে সুস্থতার হার বেড়েছে। ইতোমধ্যে আক্রান্তের ৯০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন৷ সুস্থতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত শাহরাস্তি উপজেলায় ২১১জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন। সুস্থের হার ৯০ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৭জন মৃত রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুন নাহার জানান, আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশ সুস্থ্ হলেও এটিকে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যাচ্ছে না। সুস্থতার হারের সাথে করোনা পরিস্থিতির উন্নতির কোন সম্পর্ক নেই। পরীক্ষার জন্য নমুনা দেয়া রোগীর আক্রান্তের হার নিয়ন্ত্রণ হবার আগ পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে একথা বলা যাবেনা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বরাবরের মতই সবাইকে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)