সন্দেহভাজন তরুণের রিপোর্ট আসেনি, ৬ চিকিৎসাকর্মীকে একা থাকার নির্দেশ

কবির হোসেন মিজি :
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত তরুণের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। শনিবার বিকেলে রিপোর্ট আসার কথা থাকলেও আইইডিসিআর থেকে জানানো হয়েছে, রোববার রিপোর্ট দেওয়া হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত ওই তরুণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া একজন মেডিক্যাল অফিসারসহ ৬জন স্বাস্থ্যকর্মীকে আপাতত একা থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। রিপোর্ট পজেটিভ হলে এই ৬ স্বাস্থ্যকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর নেগিটিভ হলে তারা আজ কাজে যোগদান করবেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল শনিবার বিকেলে চাঁদপুর প্রবাহকে এই তথ্য জানান। তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত ওই তরুণের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ওই তরুণের (১৬) বাড়ি মানিকগঞ্জ জেলায়। শুক্রবার দুপুরে সে ঢাকা থেকে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামলে তার অসুস্থতা দেখে চাঁদপুরের একজন সংবাদকর্মীর সহায়তায় শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অসুস্থতার লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে হাসপাতালের প্রস্তুতকৃত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওইদিন বিকেলের মধ্যেই চাঁদপুর এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআর কট্রোল রুম বিভাগের একটি টেকনোলজিস্ট টিম। এখন রিপোর্টের অপেক্ষা।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)