সাবেক প্রধানমন্ত্রীসহ রাজনীবিদদের কবর জিয়ারতে মেয়র প্রার্থী আক্তার মাঝি

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি চাঁদপুরের সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীসহ বিশিষ্টজন ও রাজনীতিবীদদের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার-নতুনবাজার সহ বিভিন্ন এলাকায় চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ-বিএনপির রাজনীতিবিদ ও বিশিষ্টজনের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি পুরানবাজার চৌধুরী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ি মরহুম রাফি উদ্দিন সোনা আখন্দ, মরহুম বিল্লাল আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মতিন বেপারী, বাদল বেপারী, শামছুল খান, সাবেক কমিশনার রফিক ছৈয়াল, পুরানবাজার ২নং ওয়ার্ডের গণকবরস্থান, ৪নং ওয়ার্ডের গণকবরস্থানের সকল মুর্দারের কবর জিয়ারত করেন।

এরপর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান দেলোয়ার হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরহুম লুৎফুর রহমান পাটোয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজীর পিতা মরহুম আব্দুল কুদ্দুস গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীর পিতা মরহুম হাবিব উল্লাহ পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সভাপতি মরহুম ফারুক ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস সাহাদাত ওয়াসিমের পিতা হালিম পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন চান্দু, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শফি উল্লাহ পাটোয়ারীর কবর জিয়ারত করেন।

এছাড়া শহরের মাদ্রাসা রোড ও লঞ্চঘাট এলাকায় এলাকার গণকবরস্থান, মরহুম সাবের গাজীসহ অন্যান্য মূর্দারের কবর জিয়ারত করেন। সবশেষে আক্তার মাঝির রাজনৈতিকগুরু জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মরহুম আবুল হাসেম ঢালীর কবর জিয়ারত করেন।

এ ব্যাপারে আক্তার হোসেন মাঝি দৈনিক চাঁদপুর প্রবাহকে জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রচারণা শুরুর আগে চাঁদপুরের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের কবরের জিয়ারত করছি। এই গুণীজনদের আদর্শ লালন করে চাঁদপুর পৌরবাসীর খেদমত করার সুযোগ চাই।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)