সৌদিতে করোনায় ৪৬ এবং স্ট্রোক ও হৃদরোগে ১১৭ বাংলাদেশীর মৃত্যু

করোনার উপসর্গ থাকা প্রবাসীদের সেবা দিতে দূতাবাসের ডক্টর পুল কল সেন্টার চালু হচ্ছে আজ

সৈয়দ আহমেদ ভুঁইয়া, সৌদি আরব থেকে :
সর্দি, হাঁচি-কাশিসহ করোনার উপসর্গ থাকা প্রবাসীদের সেবা দিতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশী চিকিৎসক নিয়ে গঠন করেছে ডক্টর পুল কল সেন্টার । সৌদি মিনিস্ট্রি অব হেলথ-এর সাথে সমন্বয় করে প্রবাসী বাংলাদেশীদের করোনা ভাইরাসের পরামর্শ দিবে এই কল সেন্টার।।

স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় এর কার্যক্রম টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি এবং তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সৌদি আরবে এখন পর্যন্ত বাংলাদেশী মৃতের সংখ্যা ৪৬জন। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৫২জন । নতুন করোনায় আক্রান্ত ১২৬৬জন। মোট ২০,০৭৭জন, যা সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে । তন্মধ্যে ৮৩%’ই অভিবাসী ।

বিষয়টি বেশ উদ্বেগজনক মর্মে সংশ্লিষ্টরা মনে করছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে কর্ম হারিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে বেশির ভাগ প্রবাসী। একদিকে কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন অন্যদিকে দেশে থাকা প্রিয়জনদের অর্থনৈতিক কষ্ট। যার কারণে গত মার্চ ও এপ্রিল মাসে শুধু সৌদি আরবেই প্রায় ১১৭জন প্রবাসী বাংলাদেশি স্ট্রোক অথবা হৃদরোগে মৃত্যুবরণ করেছেন।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। পার্শ্ববর্তী বাহারাইন, ইউনাইটেড আরব ইমারত, সালতানাত ওমান, কুয়েত, কাতার ,জর্ডান, ইরাক, লিবিয়ায় বৈধ-অবৈধ মিলে প্রায় ৪০ লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন এই দেশগুলোতে।

অবৈধ লোকদের সৌদি সরকার সুযোগ দিয়েছে নিজ দেশে ফেরার। ২৮ এপ্রিল পর্যন্ত প্রায় ৩৫ হাজারের অধিক প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। যদিও এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশি জানা না গেলেও এর সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে সূত্রে জানা গেছে। যদিও বাংলাদেশ সরকার ইসলামিক উন্নয়ন সংস্থা ওআইসির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষার আবেদন জানিয়েছে।

অন্যদিকে অবৈধ প্রবাসীদের সংখ্যাও কম নয় মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে। বৈধ/অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিলে এ সংখ্যা হবে কয়েক লাখ। যার প্রভাব পড়বে রেমিটেন্সের ক্ষেত্রে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সৌদি বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রহমান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কর্মরত এসব প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে বাংলাদেশ সরকারকে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)