হাজীগঞ্জে করোনায় মৃত ব্যক্তিদের দাফনকারী রফিকুলের মৃত্যু

জহিরুল ইসলাম জয় :
হাজীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ ও আক্রান্তে মৃতদের দাফনে নিয়োজিত মোঃ রফিকুল ইসলাম (৪৮) মারা গেছেন। তিনি উপজেলার করোনাকালীন বিশেষ দাফন টিমের ১১জন স্বেচ্ছাসেবীর একজন ছিলেন।

হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ধেররা বিলওয়াই গ্রামের নিজ বাড়িতে রোববার (৩১ মে) দুপুর ১টার দিকে তিনি মারা যান। তার কোন করোনার উপসর্গ লক্ষ্য করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন তিনি। তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলায় ১১জন মিলে করোনাকালে মৃতদেহ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে সবার কাছে বেশ পরিচিত।

তার সহস্বেচ্ছাসেবী শরীফুল হাছান বলেন, রোববার সকালে রফিক ভাই অসুস্থ বোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক ভাই মারা যান।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০জনের দাফন কাজে অংশগ্রহণ করেছিলেন তিনি।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)