হাজীগঞ্জে গাউছিয়া ও নার্গিস হোটেলসহ ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ছবি : হোটেল রেস্তোরাঁয় অভিযানের ফাইল ছবি।

নিজস্ব প্রতিনিধি :
বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে হাজীগঞ্জে বিভিন্ন খাবার হোটেল ও সুপার শপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন খাওয়ার হোটেল ও সুপার শপে অভিযান পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও প্রসিকিউটিং অফিসার মো. সামছুল ইসলাম রমিজ।

হাজীগঞ্জ বাজারের সুপার শপ স্বপ্নের কয়েকটি পণ্যে বিএসটিআই’র অনুমোদন না থাকায় মালামালগুলো জব্দ করা হয়েছে এবং বিএসটিআই আইনে নিয়মিত মামলা করা হয়।

অভিযানে হাজীগঞ্জ বাজারের বহুল পরিচিত গাউছিয়া হাইওয়ে এন্ড মিনি চাইনিজ, নার্গিস ফুড প্যাভিলিয়ন, বসুন্ধরা হোটেল এন্ড মিনি চাইনিজ, গাউছিয়া হোটেল, আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ ও স্টার হোটেলের বিরুদ্ধে বিএসটিআই আইনে নিয়মিত মামলা করা হয়।

এছাড়া তৃপ্তি হোটেল, খাওয়া-দাওয়া হোটেল ও প্রিন্স হোটেল এন্ড মিনি চাইনিজকে মৌখিক সতর্ক করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন বলেন, হাজীগঞ্জ বাজারের হোটেল ও সুপার শপ স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএসটিআই আইনে মামলা করা হয়েছে। নিরাপদ খাদ্যের জন্যে আমাদের এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)