চাঁদপুরে আরো ৫জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত ২৪৭৪

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শুক্রবার আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন ও ফরিদগঞ্জের ২জন রয়েছেন। তবে এ দিন করোনা থেকে সুস্থ হননি কেউ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৭৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২৩১৭জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৯জন।

শুক্রবার (১৩ নভেম্বর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪১টি রিপোর্ট আসে। এর মধ্যে করোনা পজেটিভ ৫টি। বাকী ৩৬টি রিপোর্ট করোনা নেগেটিভ। বর্তমানে আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৭৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০২৫জন, ফরিদগঞ্জে ২৮২জন, মতলব দক্ষিণে ২৭০জন, শাহরাস্তিতে ২৩৫জন, হাজীগঞ্জে ২০৯জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৭জন ও কচুয়ায় ৮৬জন।

করোনায় জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)