রহিম বাদশা :
চাঁদপুরে আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত ৪জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৩জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে বুধবার এসব তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্ত ৩০জনের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬জন, চাঁদপুর সদরের ১৭জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ৩জন রয়েছেন। এর মধ্যে ৪জন মৃত। এরা হলেন- উপসর্গে মৃত ফরিদগঞ্জের মৃত আজিজ মোল্লা (৬৫) ও রনি ভক্ত (৩৩), চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার মৃত মফিজুর রহমান (৬৫) এবং হাজীগঞ্জের মাজেদা বেগম (৫০)।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫০৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭৮জন, শাহরাস্তিতে ৬৩জন, হাজীগঞ্জে ৬২জন, ফরিদগঞ্জে ৬১জন, মতলব দক্ষিণে ৫৬জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন।
এছাড়া জেলায় মোট ৪৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৩জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ১জন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, সদর উপজেলায় নতুন করে যে ১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে শাহমাহমুদপুর, কল্যাণপুর ও বাগাদী ইউনিয়নে ১জন করে ৩জন এবং চাঁদপুরর শহরের ১৪জন রয়েছেন।
চাঁদপুর শহরে আক্রান্তদের অবস্থান হচ্ছে : চাঁদপুর পুলিশ লাইন্সে ১জন (৪৫), শিলন্দিয়া এলাকায় ১জন (৪৭), ষোলঘর বিটি রোড এলাকায় ১জন (৪০), জোড়পুকুর পাড় এলাকায় ২জন- পুরুষ (২৪) ও নারী (৪৮), ওয়াপদা গেইট এলাকায় ২জন পুরুষ (৪২) ও (২৬), মুখার্জীঘাট এলাকায় ১জন (৫৩), স্টেডিয়াম রোড এলাকায় ১জন (৪০), তালতলা এলাকায় ১ শিশু (১০), মমিনপাড়া এলাকায় ১জন (৪২), চিত্রলেখা এলাকার মৃত মফিজুর রহমান (৬৫) এবং চাঁদপুর শহরের একটি এলাকায় ৩১ বছরের একজন যুবকসহ অন্য একটি এলাকায় আরো একজন। শেষের দু’জনের অবস্থান শনাক্ত করা যায়নি।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, বুধবার ৫টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪টি করোনা পজেটিভ। এরা হলেন- গল্লাক এলাকার ডুমুরিয়া গ্রামের উপসর্গে মৃত আঃ আজিজ মোল্লা (৬৫), গুপ্টি এলাকার উপসর্গে মৃত রনি ভক্ত (৩৩), কালিরবাজার চরপাড়া এলাকার এক নারী (৩৮) ও অজ্ঞাত ঠিকানার সফুরা বেগম (৩৫)। সফুরা বেগমের রিপোর্টে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে তা ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তির। তার ঠিকানা বুধবার রাত পর্যন্ত শনাক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়েছে, বুধবার হাজীগঞ্জে কোনো নমুনা টেস্টের রিপোর্ট পৌঁছেনি। তবে চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার হাজীগঞ্জের যে ৩জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে তারা সবাই চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। তাদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করলেও আক্রান্তরা হাজীগঞ্জের কোন্ এলাকার তা জানাতে পারেনি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার ওই অফিসে ঢাকা থেকে ১০০টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩০টি রিপোর্ট করোনা পজেটিভ। এর মধ্যে মতলব আইসিডিডিআরবি’র নিজস্ব ব্যবস্থাপনায় নমুনা সংগ্রহ ও টেস্ট করা ৬টি পজেটিভ রিপোর্টও রয়েছে।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, বুধবার চাঁদপুর থেকে আরো ১৬৭টি নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এ নিয়ে প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩৪৪০টি। রিপোর্ট এসেছে ২৭০১টি। রিপোর্ট অপেক্ষমান ৭৩৯টি।
তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৫০৮নের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪২জন। চিকিৎসাধীন আছেন ৩২৩জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২২৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫২৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৮৩৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৫০জন।