নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে।
শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিলো। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।
তিনি আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাংগঠনিক কর্মকান্ড আরো শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লার যৌথ সঞ্চালনায় কর্মীসমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাড. সেলিম মিয়া, সাদুল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার আ’লীগ নেতা খোকন প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, সাবেক কাউন্সিলর ও ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রধান, আল-আমিন সরকার, পৌর আ’লীগের ১নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া প্রমুখ।
সভায় ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ সাত্তার, ছেংগারচর পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক মো. চাঁন মিয়া বেপারী, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক দিদার মোল্লা, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছানাউল্লাহ খান, সাধারণ সম্পাদক বদিউল আলম ঢালী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক অঅলমগীর সর্দার, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. দুলাল, সাধারণ সম্পাদক মো. শাহজালাল খান, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতিরেহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল বাশার,সাধারণ সম্পাদক ফেরদাউস আলম, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম মিয়াজী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজ্বী মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাহাদুপুর এর ইউপি সদস্য আলমগীর কবিরাজ, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জনি সরকার, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ জামিল, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মিয়াজী, বাদল ঢালী, রেজাউল করীম ডেঙ্গু, ইসমাইল হোসেন, ইদ্রিস আলী, সোহেল রানা, আরমান কাজী, আবুল কালাম মুফতি, রাজিব, শান্ত বকাউলসহ উপজেলা ও ছেংগারচর পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর মতবিনিময় সভাটি একটি বৃহত্তর জনসমাবেশে রুপান্তরিত হয়। ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের এবং উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে উক্ত কর্মীসমাবেশে উপস্থিত হন। মতলবের “মাটি মায়া ভাইয়ের ঘাটি, মতলবের মাটি দিপু চৌধুরীর ঘাটি’’ নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।