মো. রাছেল :
কচুয়ায় নতুন করে আরো ২জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হচ্ছেন- কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ড কোয়াচাঁদপুর গ্রামের হাজী বাড়ির মনির হোসেন এবং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের প্রধানীয়া বাড়ির আব্দুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ৮জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২জন করোনা পজিটিভ। বাকি ৬জন নেগেটিভ। আজকে ২জন’সহ কচুয়ায় মোট ১৬জন করোনায় আক্রান্ত। তার মধ্যে ৪জন মৃত। সুস্থ ৩জন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৌরসভার ২নং ওয়ার্ডে করোনায় আক্রান্ত মনির হোসেনের হাজী বাড়ি এবং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের আব্দুল মান্নানের প্রধানিয়া বাড়ি লগডাউন করেন। বর্তমানে তাদের দু’জনেই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে।