নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ত্রি-মুখী সংঘর্ষ। এতে ৬জন আহত হয়েছেন। রোববার দুপুরে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কোয়া-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর ৩ প্রার্থী ইউসুফ আলীর (ডালিম) মার্কা ও তাজুল ইসলাম রাজু (পাঞ্জাবী) ও মালেকের (পানির বোতল) সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কবির হোসেন (৪৫), রফিকুল ইসলাম (৪৫), গাজীউর রহমান (২৮), রাশেদ (২২), আমিন (২২) ও রাছেল (১৮) আহত হয়।
পৌরসভার ২নং ওয়ার্ডের কোয়া-চাঁদপুর সপ্রাবি কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ৩ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।