নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শতজনকে ’প্রিয় চাঁদপুর সম্মাননা-২০২০’ প্রদান করা হয়েছে। এর মধ্যে করোনাকালীন সঠিক সংবাদ পরিবেশন করে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরুপ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক চাঁদপুর প্রবাহকে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) এর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী গ্রহণ করেন পত্রিকার মালিক, প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ গ্রুপের সিএফও মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয় চাঁদপুরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।