নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার সারাদেশের সাথে একযোগে চাঁদপুর জেলার সকল ইউনিয়নে ও ২টির পৌরসভার ওয়ার্ড পর্যায়ে করোনার পরীক্ষামূলক টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার একদিনে চাঁদপুর জেলায় এলাকাভিত্তিক করোনা টিকা পাবেন ৬১ হাজার ২০০জন। স্বাস্থ্যকর্মীরা জেলার ৮ উপজেলার ৯২টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রে এবং চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার ২৮টি ওয়ার্ডের ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে টিকা দিবেন। ২৫ বছর বয়সের উর্ধ্ব নারী-পুরুষরা এই টিকা নিতে পারবেন।
এদিকে এসব টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরাই আজ টিকা দেবেন জনসাধারণকে।