চাঁদপুরের ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

শাওন পাটওয়ারী :
চাঁদপুরে অবৈধ ও লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস ও চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় লাইসেন্স না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী জানান, লাইসেন্স না থাকায় শহরের মিশন রোডস্থ আল রাফি ডায়াগনস্টিক সেন্টার, তিতাস ডায়াগণস্টিক সেন্টার, চাঁদপুর ভ্যাকসিন সেন্টার ও নতুনবাজারস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া চাঁদপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

০১৭১৬৫১৯৫৪১ (বার্তা বিভাগ)