নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে বুধবার একদিনে ১৩৯জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ৯২টি করোনা পজেটিভ এবং রেপিড অ্যান্টিজেন টেস্টে ১১১টি নমুনার মধ্যে ৪৭টি করোনা পজেটিভ হয়েছে। মোট নমুনার সংখ্যা ছিল ২৯৯টি। শনাক্তের হার ৪৬.৪৯%।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৯জন, মতলব দক্ষিণের ২১জন, মতলব উত্তরের ২জন, হাজীগঞ্জের ২১জন, ফরিদগঞ্জের ৫জন, হাইমচরের ৫জন, শাহরাস্তির ২০জন ও কচুয়ার ৬জন রয়েছেন।
একই দিনে ৪৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৭জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ৭জন, হাইমচরের ৩জন, মতলব উত্তরের ১জন ও কচুয়ার ২জন।
সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৯৪জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮জন। এখন পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৫২৭১জনকে। বর্তমানে চিকিৎসাধীন ১২৮৫জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৪৬জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।