নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জে করোনার উপসর্গে (জ্বর, শ্বাসকষ্ট) আরো ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ির মাহবুবুল হক (৬০) বৃহস্পতিবার দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার সকালে তার নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে তাকে।
এদিকে হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক আবদুল আউয়াল সর্দার শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ির বাসিন্দা।
বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, করোনা আসার আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আব্দুল কুদ্দুছ (৫৫)। স্থানীয়রা জানান, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। রাতেই তার দাফন হয়েছে।