নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে মঙ্গলবার আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হচ্ছেন চাঁদপুর সদরের পুরানবাজার শ্রীরামদীর পুরুষ (৪৯), বাগাদীর ৭নং ওয়ার্ডের পুরুষ (২৬), শহরের মিশন রোডের পুরুষ (৩৯) ও বিষ্ণুদী এলাকার পুরুষ (৫০)।
একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ১৩জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ২জন, কচুয়ার ৩জন, শাহরাস্তির ৩জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৮২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৭৮টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৯৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮৩৯জন, ফরিদগঞ্জে ২৪২জন, মতলব দক্ষিণে ২২৫জন, শাহরাস্তিতে ২০৩জন, হাজীগঞ্জে ১৯২জন, মতলব উত্তরে ১৮০জন, হাইমচরে ১৩৭জন ও কচুয়ায় ৮০জন।
জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৮৫৪২টি। রিপোর্ট এসেছে ৮৪৫২টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ২০৯৯জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৬৬৭জন। চিকিৎসাধীন আছেন ৩৫৬জন।
এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮০৩জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৮৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১৬৫৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯৪৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৭১৪জন।