নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে ব্যবসায়ী নারায়ন ঘোষ হত্যা মামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত নারায়ন ঘোষের ছেলে রাজু। মামলার একমাত্র আসামী করা হয়েছে সন্দেহভাজন সেলুন কর্মচারী রাজু।
গত বুধবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকান্ড ঘটে। বৃহস্পতিবার সকালে বাজারের পাবলিক টয়লেটের পাশে তার বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বাজারের নাইটগার্ডের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, টিপটপ সেলুনের কর্মচারী রাজু এই হত্যাকান্ড ঘটিয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সেলুন কর্মচারী পলাতক রয়েছে। তাকে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।